অনলাইন ডেস্কঃ-
ঘটনাস্থলে পৌঁছান থেকে অপরাধীর ঠিকানায় হাজির, মাঝের এই সময়টুকু আধঘণ্টারও কম। ঘড়ির হিসাব বলছে ২০ মিনিট। ধর্ষক-খুনের আসামিকে চিহ্নিত করতে এই সময়টুকুই নিল ভারতের উত্তরপ্রদেশ পুলিশের ‘ট্র্যাকিং ডগ’, চার বছরের একটি ল্যাব্রাডর। সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার উত্তরপ্রদেশের আজমগড়ে একটি শিশুকে ধর্ষণের পর খুন করা হয়। অপরাধীর নাগাল পেতে পুলিশ কুকুর ফ্যান্টমকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। মাত্র ২০ মিনিটের মধ্যেই গন্ধ শুঁকে সন্দেহভাজন ধর্ষক-খুনিকে বের করে ফেলে ফ্যান্টম। ঘটনাস্থলের অদূরেই মুবারকপুর গ্রামে বাড়ি অভিযুক্তের।
যে ঘরে শুক্রবার ওই শিশুটিকে ধর্ষণের পর খুন করা হয়েছিল, সেখানকার গন্ধ শুঁকে ২৫০ মিটার দূরের একটি বাড়ি থেকে অভিযুক্তকে ধরিয়ে দেয় ফ্যান্টম। ঘটনার সময় অপরাধী যে পোশাকটি পরেছিল, সেটিও খুঁজে বের করেছে ফ্যান্টম।
ময়নাতদন্তে জানা যায়, শিশুটিক খুনের আগে যৌননিগ্রহ করা হয়েছিল। ফ্যান্টমের কাজের প্রশংসা করে পুলিশকর্তা জানান, ওর ভূমিকায় আমরা খুশি। ঘটনার পর থেকে সন্দেহভাজন নিখোঁজ ছিল। গতকাল সোমবার ফ্যান্টমই ওকে ধরিয়ে দেয়।
দেশেরর কন্ঠ২৪.কম/সজিব