সুনামগঞ্জ প্রতিনিধিঃজাহাঙ্গীর আলম ভূঁইয়া
পেয়াজের পর সুনামগঞ্জে ১১টি উপজেলায় লবনের সংকট দাম বৃদ্ধি গুজব ছড়িয়েছে।সোমবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এর আর আঁচ পাওয়া যায়। কিন্তু গুজবে কান না দেয়ার আহবান জানিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। এদিকে লবনের বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দকে বিষয়টি দেখভাল করার জন্য বলেছে পুলিশ প্রশাসন। সাধারণ ব্যবসায়ীদের বলে দেয়া হয়েছে লবনের কোন সংকট নেই প্যাকেটের গায়ে লেখা মূল্যে গ্রাহকদের কাছেস বিক্রি করতে।
জানাযায়,সোমবার সন্ধ্যা থেকেই জেলা শহর সুনামগঞ্জসহ বিভিন্ন উপজেলায় গুজব
ছড়িয়ে পড়ে লবনের দাম বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে বাজারে লবনের সংকট দেখা
দিয়েছে। অনেকেই অভিযোগ করে স্ট্যাটাস দেন,মুদি মালের দোকান গুলোতে
অতিরিক্ত দাম রাখা হচ্ছে। কিছু মানুষকে গুজবে কান দিয়ে দাম বৃদ্ধির
আশঙ্কায় বেশি করে লবন কিনতে দেখা যায়। পরে প্রশাসন থেকে বিষয়টি আমলে নিয়ে
গুজবে কান না দেয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়।
বাজারে লবনের সরবরাহ স্বাভাবকি আছে বলেন জানান,সুনামগঞ্জে জেলা প্রশাসক
মোঃ আব্দুল আহাদ। তিনি জানান,গুজবে না কান না দেয়ার জন্য সব শ্রেণির
নাগরিকগণকে অনুরোধ করা হয়েছে।