আল মামুন -ভ্রাম্যমান প্রতিনিধি:
মানিকগঞ্জ শহর থেকে এক কিলোমিটার দূরে কালিগঙ্গা নদীর উপর এই ব্রিজ অবস্থিত যে কোন উৎসব ও অনুষ্ঠানে বিকাল হলেই মানুষের ঢল নামে এই ব্রিজে মানিকগঞ্জের মানুষের বেড়ানোর মতো কোন জায়গা না থাকায় সবাই প্রিয় মানুষটিকে নিয়ে আসে এই ব্রিজে। ঈদের জামাত আদায় করার পর বাড়িতে নতুন কিছু খাবার খায় পরিবার-পরিজনদের নিয়ে ঘুরতে বের হয়। মানিকগঞ্জ শহরের আশেপাশে কোন বেড়ানোর জায়গা নেই বিধায় সবাই এসে ভিড় করে এই ব্রীজে।
এই যে পরিবারের সবাই মিলে বিকালে বেউথা ব্রিজে বেড়াতে আসা৷ ঈদের আনন্দটা পরিবারের সবার সাথে ভাগ করা৷ বেড়ানো শেষে পরিবারের সবাইকে নিয়ে কিছু খাবার খাওয়া৷ বেউথা ব্রিজের পাশেই অবস্থিত ভালো মানের রেস্টুরেন্ট যেমন ,ফুড ভিলেজ, গাঞ্জ রেস্টুরেন্ট কোন উৎসব এলেই থাকে নানান রকমের খাবারের আয়োজন ।
এদিকে ঘিওরের শিমুলিয়া নামক স্থানে ঈদ ও পহেলা বৈশাখেও এখানে হাজার হাজার লোকের সমাগোম হয়। ঈদকে ঘিরে যেন মিলন মেলা। ঘুরতে আসা ভ্রমনকারিদের সাথে কথা বললে জানায়- ঘিওরে ভালো কোনো পর্যটন নাথাকায় আমরা এখানে আসি। এম পি মহোদ্বয়ের কাছে আমাদের বিষেশ ভাবে দাবী আমাদের যেন একটা পর্যটন করে দেন।