ষ্টাফ রিপোর্টার-বরগুনাঃ
বিপুল উৎসাহ,উদ্দিপনা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে বরগুনার বিভিন্ন মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় করেছে ধর্ম প্রান মুসল্লিরা।
বরিবার (১২ আগস্ট) সাড়ে আটটার দিকে বরগুনা সার্কিট হাউজ ঈদগাহ্ ময়দানে প্রথম ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ্, ও সদর টিউন, প্রশাসনের কর্মকর্তা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবীর,জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌর মেয়র মো.শাহাদাত হোসেন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই নামাজে অংশ নেন।
ঈদ জামাতের জন্য পুলিশ, র্যাব, বিজিবি, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঈদগাহের নিরাপত্তার জন্য প্রস্তুত থাকেন।
Attachments area