স্টাফ রিপোর্টারঃ দেশের কন্ঠ 24.কম
আনহা উৎসা ঐশী (১৭) নামে একজন মানসিক ভারসাম্যহীন মেয়ে ঢাকা ক্যান্টনমেন্ট এর সিএমএইচ হসপিটাল থেকে ২৭ ডিসেম্বর হারানো গিয়েছে। মেয়েটির হারানোর শোকে তার বাবা মা খুবই চিন্তিত। হারানোর সময় মেয়েটির গায়ের নীল রংয়ের লং সোয়েটার ও নীল রংয়ের সেলোয়ার পরিহিত অবস্থায় ছিল। কোন স্বহৃদয়বান ব্যক্তি মেয়েটির খোজ পেলে নিচের নম্বর ও ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। সন্ধানদানকারীকে উপযুক্ত পুরুষ্কৃত করা হবে। জামগড়া চৌরাস্তা, ন্যাশনাল জার্নালিস্ট ইউনিটি, ৩য় তলা, সাভার, আশুলিয়া, ঢাকা। মোবাইল নম্বরঃ ০১৭২৬৯০১৪৬৭, ০১৯৯১১৭৫৩৯৫।
মেয়েটিকে খোজে পাওয়ার জন্য সবার কাছে অনুরোধ, সংবাদটি বেশি বেশি শেয়ার করবেন।